![]()
স্টাফ রিপোর্টার, ঢাকা
বরগুনা মটর চালক দলের আহবায়ক রাহাত ফকির এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী এবং চালক সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন পরিবহন মালিক ও চালকদের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায় করে আসছেন।
এছাড়া রাহাত ফকিরের বিরুদ্ধে শারমিন আক্তার রুবা নামের এক একাধিক স্বামী পরিত্যাক্ত তরুণীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যক্তিবর্গ। আমতলী একে স্কুল রোড এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাহাত ফকির এই মেয়ের বাসায় যাতায়াত করেন, শরিয়া মোতাবেক কোন সম্পর্ক না থাকায় রাহাত ফকির এলাকাবাসীর তোপের মুখে থাকলেও প্রভাবশালী অবস্থানের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে আছে।
মটোর শ্রমিক সমিতির কয়েকজন চালক দাবি করেন, দীর্ঘদিন ধরে রাহাত ফকির তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে পরিবহন মালিক ও চালকদের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায় করে আসছেন। অভিযোগকারীরা জানান, টাকা দিতে অস্বীকৃতি জানালেই হুমকি, ভয়ভীতি ও রুটে হয়রানির শিকার হতে হয়।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ী ও কিছু নৈশপ্রহরী অভিযোগ করেছেন, রাহাত ফকির নিয়মিতভাবে মেয়র মার্কেটে বিভিন্ন নারীদের নিয়ে রাতভর আড্ডায় থাকেন। এতে বাজার এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় বলে জানান তারা। এক ব্যবসায়ী বলেন, এসব কর্মকাণ্ডে বাজারের নিরাপত্তা ও পরিবেশ ব্যাহত হচ্ছে, কিন্তু প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে ভয় পায়।
চালক সমিতির একাধিক সদস্য জানান, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতার দাপটে রাহাত ফকির দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ পদটি ধরে রেখেছেন। এতে পুরো সমিতি সংকটের মুখে পড়েছে এবং সাধারণ চালকরা ভয়ভীতির কারণে মুখ খুলতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী চৌরাস্তা এলাকায় মটোর চালক দলের একটি অফিস কক্ষ রয়েছে, সেখানেই চলে মাদক সেবন ও নারীদের নিয়ে অশ্লীল কর্মকাণ্ড। ক্ষমতার দাপটে আশেপাশের সকল ব্যবসায়ী নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের পাশের কয়েকজন সদস্য বলেন, “ এখানে যে ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছে, তা তদন্ত হলে আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।” এ বিষয়ে যোগাযোগ করা হলে রাহাত ফকির অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তারা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



মন্তব্য