সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
 

গোয়ালন্দে উজানচর রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রাজবাড়ী-১ আসনে গণ‌অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান  গোয়ালন্দ উপজেলার ‌উজানচর জামতলায় গণসংযোগ করেছেন।

 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ‌উজানচর ইউনিয়নের জামতলা বাজার, মঙ্গলপুর বাজার এলাকায় গণ‌অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ট্রাক প্রতীকের প্রচারণা ও সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। পরে গোয়ালন্দ বাজার, পৌর জামতলা বাজার এবং গোয়ালন্দ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করেন।

 

নির্বাচনী প্রচারণায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ‌অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুব‌অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গণঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী-১ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, গন‌অধিকার পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমাকে রাজবাড়ী-১ আসনে ট্রাক প্রতীকের কান্ডারি করেছেন। দলের এমন সিদ্ধান্তে আমি দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি জনগণের সেবক হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ্ গণ‌অধিকার পরিষদ এবারের নির্বাচনে জ‌য়লাভ করে রাজবাড়ী-১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon