![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাউখালী সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার (৭৬) সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আসরের নামাজ বাদ উপজেলা পরিষদ চত্বরে পুরাতন ঈদগা মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান। এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে কেউন্দিয়া গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।



মন্তব্য