সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
 

গোয়ালন্দে ট্রাক প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী–১ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় দৌলতদিয়া ৪নম্বর ফেরিঘাটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

পরবর্তীতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক ও মোটরসাইকেল একটি বহর নিয়ে গোয়ালন্দ বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এরপর রাজবাড়ী সদর উপজেলায় গিয়ে দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাহাঙ্গীর খান।
গণসংযোগকালে জাহাঙ্গীর খান বলেন, “গণ অধিকার পরিষদ আমাকে ট্রাক প্রতীকে মনোনীত করায় ভিপি নূরসহ সকল নেতাকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্রবাসীদের সুখ–দুঃখ সম্পর্কে আমি গভীরভাবে জানি। তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে আমি নিজেকে নিবেদিত করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি রাজবাড়ী–১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর মাহমুদসহ শতাধিক নেতাকর্মী।

স্থানীয় নেতা–কর্মীরা জানান, জাহাঙ্গীর খানের প্রবাস অভিজ্ঞতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও এলাকার উন্নয়নে আন্তরিকতা তাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তার আগমনকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon