সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
 

গাজীপুরকে নিরাপদ আধুনিক ও অপরাধমুক্ত নগরী গড়ার অঙ্গীকার জিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

---

মোঃ জাকির হোসেন, জ্যেষ্ঠ প্রতিনিধিঃ

​গাজীপুর মহানগরী পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটি নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। নগরবাসীর আস্থা ফেরানো এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।

​শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে গত ১৬ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মো. ইসরাইল হাওলাদার আজ (২৩ নভেম্বর) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তার এই লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে সম্প্রতি নগরীতে বেড়ে যাওয়া ছিনতাই, মাদক কারবার ও যানজট নিরসনে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। নবনিযুক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, অপরাধীরা যেই হোক না কেন, তাদের প্রতি কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। মাদক কারবারী এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। বস্তি এলাকায় মাদকের উৎসস্থল চিহ্নিত করে উচ্ছেদের মাধ্যমে মাদকমুক্ত গাজীপুর গড়ার ঘোষণা দেন।

নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। অবৈধ পার্কিং ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে।

​সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি লাঘব এবং থানা পর্যায়ে সেবার মান উন্নত করার নির্দেশ দিয়েছেন ও আসন্ন নির্বাচন সহ সকল ক্ষেত্রে জিএমপি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আশ্বস্ত করেন।

​গাজীপুরে বেশ কিছুদিন ধরেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিশেষ করে, গত বছরের আগস্ট বিপ্লবের পর কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার শ্রমিকদের একাংশের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে পুলিশের তরফ থেকেও উদ্বেগ জানানো হয়েছিল। এই পরিস্থিতিতে, কমিশনারের এমন কঠোর ও জনবান্ধব উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন করে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon