শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
 

নাটোরে কাদিরাবাদ সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫

---

নাটোর প্রতিনিধি

নাটোরে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্প্রতিবার(১৬ অক্টোবর) সকালে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মহাপরিচালক

মেজর জেনারেল ইফতেখার আনিস।

এ সময় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং কমান্ড্যার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনোয়ারুল ইসলাম সরদার, এবং টেনিং ব্যাটারিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাখাওয়াত হোসেন। এবং সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মেজর মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের কথা উল্লেখ করে নবীন সৈনিকদের উদ্দেশ্যে প্রধান অথিতি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

৩৬ সপ্তাহের প্রশিক্ষণ তোমাদের জীবনের প্রথম ধাপ। এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

একজন সৈনিক হিসেবে দেশের জনগণের জানমাল নিরাপত্তায় সর্বক্ষন  নিজেকে নিয়োজিত রাখবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ সেবায় এগিয়ে যাবে।

সেইসাথে নিজেকে আত্মনিয়োগে সব সময় প্রস্তুত থাকার নবীন সৈনিকদের প্রতি আহবান জানান তিনি।

 

এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৯১২ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এ নবীন সৈনিক হিসেবে যোগদান করেন। এবং শপথ গ্রহন করেন নবীন সৈনিকরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon