সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
 

রাজবাড়ীর পাংশায় কবরস্থানে অগ্নিসংযোগ, দোষীদের শনাক্তে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর ঈদগাহ্ মাঠসংলগ্ন কবরস্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের কেয়ারটেকার প্রথম আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে মাইকে ঘোষণা করে গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

 

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, “প্রাথমিকভাবে তদন্ত করে মনে হয়েছে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এটি অত্যন্ত জঘন্য ও অপরাধমূলক কাজ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা সচেতনভাবে ঘটানো হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামবাসী, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীকেও সন্দেহজনক কোনো তথ্য পেলে দায়িত্বশীলদের জানানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon