![]()
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সংলগ্ন বেগমগঞ্জ–চন্দ্রগঞ্জ দুই থানার মধ্যবর্তী এলাকার একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার ওই কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পাওয়া যায় কবরস্থানে সন্দেহজনকভাবে বেশ কয়েকটি অস্ত্র মজুদ করা হয়েছে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১টি রাইফেল, ১টি এলজি সহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানে অস্ত্র রয়েছে এমন তথ্য পাই। এরপর তৎক্ষণাৎ সেখানে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করি। নিরাপত্তার স্বার্থে অস্ত্রগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
অস্ত্রগুলো কারা এখানে রেখে গেছে এবং কোন উদ্দেশ্যে — তা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



মন্তব্য