সোমবার, ২০ অক্টোবর ২০২৫
 

নদী ভাঙ্গন এলাকা সাহেবের চরে হাত পাখার প্রার্থীর গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৫

---
মাহফুজ রাজা,ভ্রাম্যমান প্রতিনিধি:
‎প্রকৃতিগত সুন্দরের প্রতিচ্ছবি কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবের চর গ্রাম থাকলেও তার গহিনে রয়েছে নদী ভাঙনের কষ্টে গাঁথা নির্মমতা।
‎সাহেবের চরের সুবিধা বঞ্চিত মানুষের হালহকিকত ‎সরেজমিনে অবলোকন এবং নির্বাচনী লিফলেট বিতরণ ও হাত পাখার পক্ষে ভোট চেয়ে  গনসংযোগ করেছে প্রফেসর হাফেজ মাওলানা ‎আজিজুর রহমান জার্মানি।

‎তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত কিশোরগঞ্জ ১আসনের(সদর-হোসেনপুর)এর সংসদ সদস্য প্রার্থী।এ গ্রামের মানুষের দূর্দশা লাঘবে স্বচেষ্ট অগ্রণী ভূমিকা রাখবেন বলে নির্বাচনী ইশতেহার প্রদান করেন।

‎বৃহস্পতিবার বিকেলে সাহেবের চর ও তারই একাংশ নদী ভাঙ্গনে বিচ্ছিন্ন আলকুবা চর পরিদর্শন ও লিফলেট বিতরণ করেন।পরে সন্ধ্যার পর পার্শ্ববর্তী নতুন সড়ক বাজারে সাধারণ জনগনের সাথে কূশল বিনিময় করেন।দলমত নির্বিশেষে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিক হাত পাখার ভোট কামনা করেন।

‎এসময়  ইসলামী  আন্দোলন বাংলাদেশের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা  কারিমুল্লাহ,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক আল-মামুন, ‎সিদলা ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজল মিয়া, ‎সিদলা ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি আরিফসহ ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। গন সংযোগ কালে তিনি বলেন, হাত পাখা শান্তির প্রতিক । তিনি আগামিতে দুর্নীতিমুক্ত, শোষনমুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য হাত পাখার জন্য ভোট চান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon