মো. মুন্না শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খান মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সরদার জাহিদ এবং সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান শহিদুল ইসলাম মিল্টনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় জনগণ এবং খেলোয়াড়দের মাঝে এই আয়োজন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উৎসবমুখর করে তোলে।
মন্তব্য