বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস পোড়ানো ও এন আই অ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আদালতে সেশন মামলা নং ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর রায়ের আদেশ অনুযায়ী উপজেলার গোয়ালতা গ্রামের আব্দুস সালেকের ছেলে আবু সাঈদ মনু দুটি মামলায় দুই বছরের (প্রতিটিতে এক বছর করে) সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
এছাড়া বিএনপি অফিস পোড়ানো ও নাশকতা মামলায় এক নম্বর পলাতক আসামি।
এ ব্যাপারে কাউখালী থানা ভাবপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলায়মান জানান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ঢাকা ডেমরা থানার সানারপাড় এলাকা থেকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কাউখালী থানার ওসি তদন্ত মোঃ এবাদত আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৩ আগস্ট তাকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে। এছাড়া ২০২৪ সালের ১৩ ই অক্টোবর দায়েরকৃত কাউখালী থানার জিয়ার মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। কাউখালী থানা পুলিশ সোমবার ৪আগস্ট পিরোজপুর আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।
মন্তব্য