মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিতারিত দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম শাহিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন,
“জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা এবং বিএনপির অনেক নেতাকর্মী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা ৫ আগস্ট পালন করবো। এই দিনে একটি বছর পূর্ণ হবে। এ উপলক্ষে আমরা আনন্দ র্যালি ও বিজয় র্যালির আয়োজন করব। আমাদের এই বিজয় গণতন্ত্রের বিজয়, দেশের মানুষের বিজয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করতে হবে।”
সভায় কর্মসূচি বাস্তবায়নে ইউনিটভিত্তিক সাংগঠনিক তৎপরতা জোরদার এবং দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মন্তব্য