রবিবার, ৩ আগস্ট ২০২৫
 

আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে পারব না’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫

---
মো. শামীম হোসাইন, পিরোজপুর

বিগত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে সরকার পতনের পর সরকারি অফিসসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরানো হয় শেখ মুজিবুর রহমান এর ছবি। পট পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ থেকে। তবে নেছারাবাদ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ওই বিদ্যালয়টির নাম সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে ওই বিদ্যালয়টি অবস্থিত।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। দেশের জন্য জীবন বাজি রেখে আমার পিতা মইনউদ্দীন মাস্টার মুক্তিযুদ্ধে করেছেন। সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হত না। তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না। কেহ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায়, তাহলে নিজে এসে সরাবে। আমার হাত থেকে এই ছবি সরানো হবে না

বিদ্যালয়ে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্যে এলাকার একটি রাজনৈতিক মহলের মধ্য চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের বক্তব্যে যেখানে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সেখানে এখনো বিদ্যালয়ে মুজিবর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষকের এমন বক্তব্যে মোটেও শুভ লক্ষন নয়।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, শেখ হাসিনা দীর্ঘ সতের বছর দেশের মানুষের উপর যুলুম নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ফ্যাসিস্ট হাসিনা দেশের শত্রু। তাই দেশের শত্রুর পিতার ছবি এভাবে বিদ্যালয়ে টাঙিয়ে রাখা ঠিক না।

সহকারি শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন বলেন, দেশের পটপরিবর্তনের সাথে সাথে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোন নির্দেশনা নেই। ওই বিদ্যালয়ের দেয়ালে কেন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে প্রধান শিক্ষিকার কাছে আমি জানতে চাইব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon