সোমবার, ৪ আগস্ট ২০২৫
 

ভূমি সেবায় জনগণের বিশ্বাস ও স্বচ্ছতা অর্জনই মূল লক্ষ্য: জেলা প্রশাসক সুলতানা আক্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে গেল রাজবাড়ী। গতকাল  সোমবার(০৪ আগস্ট) সকাল ১০ টার সময় রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ডিজিটাল ভূমি সেবা সেন্টার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
এসময় তিনি বলেন,”সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নাগরিকদের নিকট সরকারি সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া। ভূমি সেবায় দীর্ঘদিনের ভোগান্তি, জটিলতা ও অনিয়ম দূর করতে এই ডিজিটাল ভূমি সেবা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ এখন আর দালালের পেছনে ঘুরবে না; ঘরে বসেই তারা ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাবে। এতে করে শুধু সময় ও অর্থের সাশ্রয়ই হবে না, জনগণের ভেতর সেবা ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাসও তৈরি হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকটি ইউনিয়নে ধাপে ধাপে এ ধরনের সেবা বিস্তৃত করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় মাঠ পর্যায়ে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভূমি সেবা কেন্দ্র শুধু একটি কার্যালয় নয়, এটি সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার প্রতীক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান,রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হকসহ রাজবাড়ী জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সেবাকেন্দ্র উদ্বোধনের পর জনসাধারণের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ভূমি সেবা সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ এখন থেকে নামজারি, খতিয়ান, জমির মানচিত্র, ভূমি উন্নয়ন কর, মিসকেস সম্পর্কিত তথ্যসহ আরও অনেক সেবা ডিজিটালি নিতে পারবেন। এই উদ্যোগে ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘ দিনের জটিলতা হ্রাস পাবে এবং সেবাগ্রহীতারা দুর্নীতি থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিজিটাল ভূমি সেবা সেন্টার রাজবাড়ী সদর উপজেলার মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল। জেলা প্রশাসনের এই উদ্যোগ সারা দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয় নাগরিক ও সেবাগ্রহীতারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon