নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পালবাজার সংলগ্ন এলাকায় এক ভয়াবহ কৃষিজমি ধ্বংসের চিত্র উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. বাছিরের নেতৃত্বে তিনটি অবৈধ ড্রেজার দিয়ে দিনের পর দিন চাষযোগ্য জমি কেটে নেওয়া হচ্ছে।
বিশেষ করে ওমান প্রবাসী বাবুল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে চলমান এই ড্রেজার কার্যক্রমে প্রায় একাধিক একর কৃষিজমির উর্বর মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আশেপাশের জমির মালিকরা আতঙ্কে আছেন, কারণ ভূমি খেকোদের এই দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয়রা জানান, বিষয়টি সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে জানানো হয়েছে। কিন্তু গত ১৫ দিনেও কোনো অভিযান চালানো হয়নি, বন্ধ হয়নি অবৈধ ড্রেজারের কার্যক্রম। এর ফলে প্রশ্ন উঠেছে—উপজেলা ও জেলা প্রশাসনের অভ্যন্তরে কি কেউ এই ড্রেজার মালিকদের রক্ষা করছেন?
একাধিক সূত্র বলছে, প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে সমঝোতা করেই এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। প্রশাসনের নীরবতা ও রাজনৈতিক প্রশ্রয়ের ফলে স্থানীয়ভাবে পরিবেশ বিপর্যয় ও কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে।
একজন ক্ষুব্ধ কৃষক বলেন, “আমার জমির পাশেই এখন গর্ত হয়ে গেছে। আগামী মৌসুমে ফসল করা তো দূরের কথা, জমিতে নামাই যাবে না।”
এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। কৃষিজমি রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।অবৈধ ড্রেজার মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য ব্রাহ্মণ্য বাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর কাছে মোঠো ফোনে জানতে চাইলে তিনি বলেছেন কৃষি জমি রক্ষায় দ্রুত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার গুলো ধংস করে দেওয়া হবে।
মন্তব্য