সোমবার, ৪ আগস্ট ২০২৫
 

রাজাপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি, এলাকাবাসীর উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামে রবিবার গভীর রাতে দুটি মুদিমনোহারি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত করেছে দুর্বৃত্তরা।

চুরির শিকার দোকান দুটি হলো সবুর স্টোর ও কালাম ষ্টোর।  চোরেরা দোকানের তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা এলইডি টিভি, সিগারেট ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

এ বিষয় সবুর স্টোরের মালিক শাহাদাৎ উকিল জানান, আমি প্রতিদিনের মতো রবিবার রাতে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমায়ই এবং সকালে দোকান খুলতে আসি। কিন্তু আজ দোকান খুলতে এসে দেখি দোকানের তালা দেওয়ার হুক ভাঙা ও দোকানের দরজা খোলা ক্যস বাক্সখোলা দোকানে থাকা এলইডি টিভি সেটাপ বক্স রিমোট ও দোকানে থাকা সিগারেটের প্যকেট কিছুই নেই এতে প্রায় আমার অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। আমি এ বিষয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে বড় কৈবর্তখালী গ্রামের বড় খালপারের কামাল জমাদ্দারের দোকেনেও চুরি ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon