সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
 

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, স্বস্তি ফিরেছে জনগণের মুখে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ১নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আজ রবিবার (৩ আগস্ট) দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। সকাল থেকেই তিনি অফিসে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।

এর আগে এই দায়িত্ব পালন করছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনুজ্জামান। কিন্তু গত দুই মাস ধরে ওই পদটি খালি থাকায় ইউনিয়নবাসী নানাবিধ নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। এতে করে সাধারণ মানুষের মাঝে ভোগান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের দিন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মোঃ নিজাম উদ্দিন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এইচ এন মিন্টু, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন,
“ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ দীর্ঘদিন খালি থাকায় সেবা প্রদান ব্যাহত হচ্ছিল। এখন থেকে স্বাভাবিক কার্যক্রম চলবে এবং জনগণ যথাযথভাবে তাদের প্রাপ্য সেবা পাবে বলে আমরা আশাবাদী।”

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা এক বাসিন্দা আব্দুল করিম (৪৫) বলেন,
“গত দুই মাস অনেক কষ্ট করেছি। জন্মনিবন্ধন হোক বা ওয়ারিশন সনদ—সব কিছুতেই দেরি হচ্ছিল। এখন আশা করছি আমাদের কষ্ট একটু হলেও কমবে।”

উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ নিজাম উদ্দিন দৌলতদিয়া ইউনিয়নের সার্বিক কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon