শনিবার, ২ আগস্ট ২০২৫
 

আ. লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা আছে: আইএসপিআর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৫

 ---

যু.ক. অনলাইন রিপোর্ট
দেশব্যাপী আলোড়ন তোলা ‘বসুন্ধরা ষড়যন্ত্র’ মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদেকুল হক সাদেকের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা মিলেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আটক ও তদন্তের আনুষ্ঠানিকতা
আইএসপিআর শুক্রবার (১ আগস্ট) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ওই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনী “সর্বোচ্চ গুরুত্বে” বিবেচনায় নিয়ে গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে মেজর সাদেককে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
এরপর থেকেই শুরু হয় তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত। ইতোমধ্যে গঠিত আদালতের মাধ্যমে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলে।

আইএসপিআর আরও জানায়, পূর্ণাঙ্গ তদন্ত শেষে তথ্যপ্রমাণের ভিত্তিতে মেজর সাদেকের বিরুদ্ধে প্রচলিত সেনা আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে, তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার অভিযোগে পৃথক আরও একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।

‘বসুন্ধরা ষড়যন্ত্র’ এবং আওয়ামী ক্যাডার প্রশিক্ষণ
২৮ জুলাই “দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের” শিরোনামে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সেখানে দাবি করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ ক্যাডারকে কর্মশালার নামে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ওই প্রশিক্ষণ কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন মেজর সাদেকুল হক সাদেক। পরে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদেকসহ ১৬ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেনাবাহিনীর অবস্থান
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। যে কোনো সেনাসদস্য রাজনৈতিক কার্যকলাপে জড়িত হলে, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনী আরও জানায়, তারা তাদের সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়বদ্ধতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

পরিস্থিতির গুরুত্ব
একের পর এক রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগের পটভূমিতে এ ঘটনায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থান নিরপেক্ষতা ও শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। পাশাপাশি, এটি রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—সশস্ত্র বাহিনীর পেশাদার কাঠামোর ভেতরে বাইরে আদৌ কোনো রাজনৈতিক ছায়া রয়েছে কি না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon