শনিবার, ২ আগস্ট ২০২৫
 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইয়াসমিন মোর্শেদ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৫

---

জাকির হোসেন
খ্যাতনামা শিক্ষাবিদ, ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইয়াসমিন মুরশেদ আর নেই। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইয়াসমিন মুরশেদ ‘স্কলাস্টিকা স্কুল’-এর প্রতিষ্ঠাতা। তিনি সাবেক প্রেসিডেন্ট ড. ইাজউদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইয়াসমিন মোর্শেদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার মেয়ে-জামাতা কাজী ইনাম আহমেদ। তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে আমাদের মা, মিসেস ইয়াসমিন মোর্শেদ রাত ৮টা ৩১ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পুত্র মাহের মোর্শেদ এবং কন্যা মাধিহা মোর্শেদকে।

ইয়াসমিন মোর্শেদের প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা স্কলাস্টিকা স্কুল উত্তরা শাখার পাশে (সেক্টর-১) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইয়াসমিন মোর্শেদ ছিলেন বিশিষ্ট বাংলাদেশি শিক্ষাবিদ ও ব্যবসায়ী। ১৯৪৫ সালের ১৯ মে কলকাতায় খাজা জাকিউদ্দিন ও বেগম বিনু দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। পরবর্তীকালে তিনি তাঁর স্বামী সৈয়দ তানভীর মোর্শেদের লাহোর ও ইসলামাবাদে পোস্টিংয়ের সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি স্কলাস্টিকা স্কুল প্রতিষ্ঠা করেন।

২০০৬ সালের ৩১ অক্টোবর থেকে ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon