শান্তা ঊর্মিলা মৌ
এরপর যেদিন শহরে বৃষ্টি হবে সেদিন
আমরা একসাথে ভিজবো বলো;
এই তীব্র দবদাহের পর যখন শহরজুড়ে নামবে শীতল বৃষ্টি
তখন কি প্রত্যাখ্যান করবে আমায়?
বর্ষণের ঠিক আগ মুহুর্তে মৃদু বাতাস হয়ে
বয়ে যেও আমার শরীরে।
অভ্রের মতো খেলা করে এক পশলা জল হয়ে
ভিজিয়ে দিও আমায় তোমার ভালোবাসায়।
সেদিন বজ্রধ্বনির তীব্র নিনাদে আঁতকে ওঠা আমায়
হঠাৎ জড়িয়ে নিও তোমার ভেজা বুকে।
পানির ধারায় ধুয়ে দিও সব বিষাদ তোমার আর আমার।
সেদিন আমরা এক হয়ে কাকভেজা ভিজবো শহরের গলিতে,
পরদিন খবরের কাগজে শিরোনাম হবে তোমার আমার বৃষ্টিতে ভেজা সালসা নৃত্য।
দেখুক না পুরো শহর জানুক না পুরো শহর!
বৃষ্টিতেই না হয় আমরা জানিয়ে দেবো
আমরা দুজন দুজনার প্রেমে পড়েছি।
মন্তব্য