মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
 

অরুণ আলোতে তরুণ বিকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫

---
মো জাকির হোসেন

অরুণ আলোতে তরুণ বিকাশ,
স্বপ্নের ডানা মেলে অগণিত প্রকাশ।
চলে দিন, চলে মাস,
সময়ের স্রোতে গড়ে নতুন বিশ্বাস।
অরুণ আলোতে তরুণ বিকাশ।।

যুবকের চোখে জ্বলে আগুন,
অন্ধকার ভেদে জাগে আলোর সংগুন।
পদে পদে জাগে আহ্বান,
অগ্রযাত্রার পথে নেই কোনো বিরাম,
আছে আশ্বাস।
অরুণ আলোতে তরুণ বিকাশ।।
অরুণের আলো ডাকছে দূর,
তরুণ হৃদয়ে জ্বলে অমলিন সুর।
তুমি এগিয়ে চলো, পথ হোক কঠিন,
স্বপ্নের জয় হোক তোমার দিন।
অগ্রগতি হোক জাতির উচ্ছ্বাস।
অরুণ আলোতে তরুণ বিকাশ।।
যদি পারেন ছেড়ে দিন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon