সোমবার, ১২ মে ২০২৫
 

জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫

---


 জবি প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘টিএসসি’ এলাকায় একটি চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।


ভুক্তভোগী মো. মিন্টু হাসান ইসমাইল জানান, ‘‘৫ আগস্টের পর দোকান ফাঁকা হলে আকাশ ভাই দোকান দখল করেন। পরবর্তীতে তার পরিচিত একজনকে দোকানে বসালে ৩ দিন পর দোকান ছেড়ে দেন। পরে আমি দোকান নিয়ে নেই। আকাশ ভাই দোকানের মালামালসহ আমায় দোকান দেওয়ায় ৩০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে ওই সময় টাকা না থাকায় সুদের ওপর টাকা নিয়ে কথা বলে ২৫ হাজার টাকা দেই। এভাবে ২ মাস যাওয়ার পর তিনি সমস্যার কথা বলে এক দুই হাজার টাকা নিয়ে নেন। এবং মাসিক ২ হাজার টাকা দেওয়ার কথা হলে তিনি দৈনিক ২০০ টাকা দাবি করেন।”


তিনি অভিযোগ করে বলেন, এরপর টাকা দিতে না চাইলে তিনি হঠাৎ এসে দোকানের জায়গা নিজের দাবি করেন। বলেন, দোকানের সব মালামাল দিলেও জায়গা আমার দখলে। আপনি উঠে যান।’ এরপর এসে আমার দোকানে মালামালসহ তালা লাগিয়ে দেন।


অভিযুক্ত ছাত্রদল নেতা ইতিহাস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আজিজুল হাকিম আকাশ বলেন, “আমি চাঁদা চেয়েছি বা টাকা নিয়েছি—এ অভিযোগ ভিত্তিহীন। আমার জেলা-কল্যাণের এক ছোট ভাইকে সহায়তা করতে দোকানটি নেওয়া হয়েছিল। দোকানটি ঠিকমতো না চলায় অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon