সোমবার, ১২ মে ২০২৫
 

বাগেরহাট পৌরসভা পরিণত হয়েছে পরিত্যক্ত শহরে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫

---


মো:মুন্না শেখ, বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাট পৌরসভায় পৌরসভাবাসী ভোগান্তিতে আছে রাস্তা এবং ড্রেন নিয়ে ।দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ হয়নি পৌরসভার মধ্যে কোন রাস্তার। পৌরসভার তথ্য মতে বাগেরহাট পৌরসভায় রয়েছে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা যার মধ্যে হাতে গোনা দুই বা তিনটি রাস্তার কাজ হয়েছে বাকি সবগুলোই জরাজীর্ণ অবস্থা।

বাগেরহাট পৌরসভাবাসীরা জানায় ,তারা দিনের পর দিন বারবার পৌরসভা কতৃপক্ষের কাছে গিয়েছে তাদের সমস্যা নিয়ে কিন্তু পৌরসভা তাদের দিকে কোন কর্ণপাত করেননি। সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যায় রাস্তা। ড্রেনের সুব্যবস্থাপনার অভাবে দেখা দেয় জলাবদ্ধতা। রাস্তা গুলো সব ভেঙে সম্পূর্ণ চলাচলের অনুপযুক্ত। শিক্ষার্থীরা ঠিকমত যেতে পারেনা স্কুল ,কলেজে এবং রোগীরা চিকিৎসা নিতে সময় মত যেতে পারেন না হাসপাতালে।

এ ব্যাপারে বর্তমান বাগেরহাট পৌরসভার দায়িত্বে থাকা ডিডিএলজি ও সহকারী প্রকৌশলী এর কাছে গেলে তারা নয়া দিগন্ত মাল্টিমিডিয়া এর ক্যামেরার সামনে ভিডিও সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান এবং জানতে চাওয়া হয় গত এক যুগের বেশি সময় ধরে কেন কোন কাজ হয়নি পৌরসভায় কিন্তু এই প্রশ্নের কোন যথাযথ উত্তর পাওয়া যায়নি।


বাগেরহাট পৌরসভায় নেই কোন দৃশ্যমান উন্নয়নমূলক কাজ। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষের কাছে গেলে তারা জানায় পৌরসভায় তাদের কোন দায়িত্ব নেই বরং তাদের অফিসের সামনে থেকে পৌরসভার যে রাস্তাটি গিয়েছে সেটি তারা নিজ দায়িত্বে মেরামত করিয়েছেন।

হঠাৎ করে বাগেরহাট পৌরসভার রাস্তা ও ড্রেন ব্যবস্থাপনা দেখলে মনে হতেই পারে এটি কোন বিচ্ছিন্ন শহর বা কোন পরিত্যক্ত শহর। বাগেরহাট পৌরসভাবাসী এই রাস্তার ভোগান্তি থেকে মুক্তি চায় অনেক বছর ধরে কিন্তু নেই কোন সুরাহা ,নেই কোন সমাধান। পৌরসভা বাসীর জানায়, পৌরসভায় দায়িত্বপ্রাপ্তরা পৌরসভা বাসীর বিষয়ে সম্পূর্ণ উদাসীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon