ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় আমুর ভাইঝি জামাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫

---


ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সাবেক এমপি আমির হোসেন আমুর ভাইঝি জামাই আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টায় শেখেরহাট পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে থানা পুলিশ বিস্ফোরক মামলার আসামী হিসাবে বাবুকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে। এদিকে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এক বিএনপির নেতা পুলিশের কাছে ব্যাপক দৌড়ঝাপ করার অভিযোগ পাওয়া গেছে।


শেখেরহাট ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ঘটনায় পুলিশী টহল জোরদার করায় শনিবার রাতে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার আত্মীয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়েরের বাড়িতে রাত্রীযাপন করে। রবিবার সকাল ১১টার দিকে অন্যত্র সটকে পরার সময় পুলিশ আওয়ামী লীগ নেতা বাবুকে আটক করে থানায় নিয়ে আসলে তাকে ছাড়িয়ে নিতে ওই বিএনপি নেতা থানা পুলিশের কাছে ব্যাপক দৌড়ঝাপ করে। বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


সদর থানার ওসি মনিরুজ্জামান জানায়, শহর ছাত্রদল সাধারন সম্পাদক সুমন মন্ডল বাদী হয়ে দায়েরকৃত বিস্ফোরক মামলার আসামী হিসাবে সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদেও ভিত্তিতে শেখেরহাট ক্যাম্প পুলিশ তাকে আটক করে ঝালকাঠি থানায় প্রেরন করে। পুলিশ ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেন।


উল্লেখ্য- গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবু বিএনপি নেতা জুবায়েরের সাথে এক সঙ্গে শেখেরহাটের ব্যারিষ্টার এসএম রইস হায়দারের বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ মামলার চার্জশীটভূক্ত আসামীসহ বহু অপকর্মে জড়িত।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon