ইমরান হোসাইন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানায় ১১মে রবিবার বৈকাল ৪ টায় অনুষ্ঠিত হলো “ওপেন হাউজ ডে”। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে পুলিশি সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।” তিনি চুরি,জুয়া, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক এর সঞ্চালনায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং পুলিশ কর্মকর্তারা তা সমাধানের আশ্বাস দেন।
মন্তব্য