মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি;
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে বিশেষজ্ঞগণের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য প্রফেসর ড. সায়মা হক বিদিশা, ঢাবি আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম এবং ঢাবি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. সাইফুদ্দিন মোঃ তারিক বিশেষজ্ঞ সদস্য হিসেবে বেরোবির ৬টি অনুষদ ও ২২ টি বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিশেষজ্ঞবৃন্দ জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুদূরপ্রসারী ও যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রয়োজন। মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সহজ হবে।
সভায় বেরোবি উপাচার্য বলেন, আগামী দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে সিংগেল ডিজিটে আনতে হলে যথাযথ মাস্টারপ্ল্যান প্রয়োজন। আমাদের একাডেমিক মাস্টারপ্ল্যান এর উপর নির্ভর করবে অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সংখ্যক আয়তনকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে। একাডেমিক ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বেরোবিকে সেন্টার অব একসিলেন্স হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এরপর দুপুরে বিশেষজ্ঞবৃন্দ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের বিভিন্ন একাডেমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আলোচনা শেষে বেরোবি উপাচার্যসহ বিশেষজ্ঞ সদস্যবৃন্দ ক্যাম্পাস পরিদর্শন করেন। এর আগে শনিবার (১০ মে, ২০২৫) রাতে বেরোবি ক্যাম্পাসে আগমন উপলক্ষে বিশেষজ্ঞ সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এরপর তাঁরা রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন।
কাঁঠালিয়ায় জমি ও রাস্তার বিরোধ মিমাংসায় ঝালকাঠির সহকারী জজ আরিফ হোসেন
মন্তব্য