সোমবার, ১২ মে ২০২৫
 

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫

---

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি:
সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে মোট ২০২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। যার মধ্যে অংশগ্রহণ করেছেন ১৮২৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১ শতাংশ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউনিট সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের  অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটে শিক্ষার্থীরা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ভর্তির সুযোগ পাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon