নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে সরকারের নিকট যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেওয়া হয়েছে, তা কুরআন-সুন্নাহ বিরোধী, নীতি-আদর্শ বিবর্জিত এবং সমাজ ও পরিবার-বিধ্বংসী আখ্যা দিয়ে অনতিবিলম্বে এই প্রতিবেদন প্রত্যাহার এবং বিতর্কিত কমিশন বাতিল করে সমাজের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নারী-পুরুষের ন্যায্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছে দাওয়াতি সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’।
আজ (৩০ এপ্রিল, বুধবার) বিকাল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ আয়োজিত ‘নারী স্বাধীনতার দাবির আড়ালে পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এবং মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ড. একেএম মুহিব্বুল্লাহ, এনসিপি’র ড. আতিক মুজাহিদ, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মুহাম্মদ মুনতাসির আলী, মুফতি শরাফত হুসাইন, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতী কামরুল হাসান নেছারী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী প্রমুখগণ।
গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন, ‘নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে সরকারের নিকট যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেওয়া হয়েছে, তা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত হানে। এটি নারী উন্নয়নের নামে একটি মতাদর্শিক ও পশ্চিমাদের অনুকরণভিত্তিক আগ্রাসন ছাড়া কিছুই নয়। অবিলম্বে এই সুপারিশ প্রত্যাহার এবং বিতর্কিত কমিশন বাতিল করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই দেশ ইসলামপ্রিয় মানুষের দেশ। ধর্মহীন মতবাদ এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে নারী উন্নয়নের নামে যদি ইসলামবিরোধী ও সমাজবিধ্বংসী কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে দেশের লাখো-কোটি মুসলমান এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আমরা সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, যদি এই প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিলের কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে জনগণ থেকে বিচ্ছিন্ন একটি গণবিরোধী অবস্থানের দায় সরকারকেই বহন করতে হবে।’
মন্তব্য