সোমবার, ১৩ মে ২০২৪
 

ঢাকুরিয়া সর্বজনীন পূজা মন্দিরে রাধা অষ্টমী পালন

JK0007
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩

---

রহমত আলীঃ-

রাধাষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি স্মরণে হিন্দুধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত একটি পবিত্র দিন। বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম দিন পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরেও ঢাকুরিয়া সর্বজনীন পূজা  মন্দিরের এ দিনটি রাধা দেবীর স্বরনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

গত  ২৩ সেপ্টেম্বর ঢাকুরিয়া বাজার মন্দিরে সকাল ৫ঃ৩০ থেকে   শুভ লগ্নে মঙ্গলঘট স্থপন করা  হয় । এরপর  সকাল ৫ঃ৪৫ মিনিটে পুজা আরম্ভ হয়ে সকাল ৭ঃ০০ অঞ্জলি প্রদান করা হয়   , পুজো শেষে   ভক্ত বিন্দু মাঝে দুপুর ১২ঃ০০ টায় খাবার বিতরন করা হয়।

শ্রী শ্রী রাধিকা দেবীর অর্চনার নিমিত্তে রাসমণ্ডল বাসিনী পরমেশ্বরী শীমতি রাধিকা দেবীর পূর্ণ সন্তুষ্টীর জন্য শ্রী শ্রী রাধা অষ্টমী পূজা পালন করা হয় ।

এসময়  ঢাকুরিয়া মন্দিরের সভাপতি  সংকর কুন্ডুর জানান প্রতিবছরের ন্যায় এ বছরেও পালন করেছি পরবর্তী তে আরো  বড় আয়োজন করে দিন টি পালন করার চেষ্টা করবো।

এসময় মন্দিরের তত্ত্বাবধানে ছিলেন, বিশ্বনাথ সিংহ, অরুণ কুন্ডু, অসিত দর্জি সহ আরো অনেকে।।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon