![]()
মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহতের প্রতিবাদে সাভারে মশাল মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্ব বিশমাইল-জিরাবো সড়কে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ” পুলিশের বর্বরোচিত হামলায় যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের মৃত্যু হয়েছে। শাওনের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। আমরা রাস্তায় নেমে গেছি। রাজপথেই ফয়সালা হবে। ছাত্রদলের নেতৃত্বে অচিরেই প্রতিটি বুলেটের সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ সর্বদা সক্রিয়ভাবে জীবন বাজি রেখে রাজপথে আছি এবং থাকবো। বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শাওন হত্যার প্রতিবাদ করা হবে।
তিনি আরও বলেন, সরকার বিদায়ের দিন ঘনিয়ে আসছে। ছাত্রদলের নেতৃত্বে অচিরেই সরকারের পতন হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা)



মন্তব্য