সোমবার, ২০ মে ২০২৪
 

নজরুল বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন।

রবিবার (০৪ সেপ্টেম্বর) ৭২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে সুস্মিতা সরকার পিউ এবং সাধারণ সম্পাদক হিসেবে শাকিল খান হৃদয় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য শুধু নেত্রকোনা এসোসিয়েশন নয় বিশ্ববিদ্যালয়ের অঞ্চলিক সংগঠন গুলোর মধ্যে প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে এই শিক্ষার্থী। তার মনোমুগ্ধকর কর্ম দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি তাকে সংগঠনের শীর্ষ দায়িত্বে স্থান করে দিয়েছে।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতিঃ মনিরুল ইসলাম বাপ্পি, ফাইজাহ ওমর তূর্ণা, তানভীর হাসান অপু, যুগ্ম সাধারণ সম্পাদকঃ হুমায়ুন কবির পিয়াস, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল ফারাবী, সাংগঠনিক সম্পাদকঃ তনয় চৌধুরী, তমাল চন্দ্র দাস, ডি এম শুভ, দপ্তর সম্পাদকঃ শামীম ওসমান তাকী প্রমুখ।

সংগঠনটির প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত সুস্মিতা সরকার পিউ বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাদের সহযোগিতা করতে দেশের অঞ্চল কেন্দ্রীক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কাজ করে। আমরাও বিশ্বাস করি নেত্রকোনার শিক্ষার্থীদের পাশাপাশি যেকোন জায়গা থেকে আশা শিক্ষার্থী যদি সংকটে পরে সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটি সমাধানেও কাজ করবো। আমরা বড় করেই ভাবতে চাই। কেননা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আবু ইসহাক অনিক 

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon