মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

জাতীয় শোক দিবস স্মরণে সিকৃবি ছাত্রলীগের আলোচনা সভা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মুজিব নামে বুকের ভেতর রক্তধারা বয়, শোককে করবো শক্তি, এই দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস স্মরণে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সহকারী প্রক্টর আমিনুর রশীদ।

আলোচনা সভায় অতিথিবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি ডাঃ অসীম রঞ্জন রায়, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শরীফুল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ইসলাম ও জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, আকাশ ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মিজান ও কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম ছুরুক। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন।

সিকৃবি প্রতিনিধি: অর্ঘ্য চন্দ,  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon