মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
 

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে নিলো ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২

প্রতীকী ছবি

ঠিক ১০ মাস ৫ দিন আগে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপে নড়বড়ে শুরুটা হয়েছিল ভারতের।

গতকাল সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে এশিয়া কাপে সেটা হতে দিল না রোহিতের দল। তবে এই জয়টা সহজ হয়নি ভারতীয়দের। স্নায়ুক্ষয়ী এই লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। তাতে বিশ্বকাপের সেই হারের শোধটাও তোলা হয়ে গেছে ভারতেরও রোহিত শর্মা অবশ্য শুরুতেই একটা ‘জয়’ তুলে নিয়েছিলেন। টস ভাগ্যটা হেসেছিল তার পক্ষেই। যদিও একে তেমন গুরুত্ব দিতে নারাজ ছিলেন রোহিত। কেন, সে কারণটা তো তার দলের রান তাড়া করা দেখেই বোঝা হয়ে গেছে অনেকটা! একটু এদিক ওদিক হলেই যে ম্যাচটা জিতে যেতে পারত পাকিস্তানও!

দুবাই প্রতিনিধিঃ হোসেইন আহমদ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon