![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের হিস্ট্রি ডিবেটিং ক্লাব, জেইউ (এইচডিসি)-এর নতুন কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ইতিহাস বিভাগের আয়োজনে তৃতীয় অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী দিনে এ দায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গত ১১ জানুয়ারি (রোববার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় তিনি হিস্ট্রি ডিবেটিং ক্লাবের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন এবং যুক্তিবাদী ও মননশীল শিক্ষার্থী গঠনে ক্লাবটির ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব হস্তান্তর পর্বে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মাহদী আল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ৫১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আল লুবান।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশাত নওরিন রিমঝিম (প্রশাসন), মোঃ শাহেদ হোসেন (বিতর্ক)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুন্নেসা বিনতে জামান এমিলি (বিতর্ক) এবং অনন্যা সাহা (যোগাযোগ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আল ইমরান এবং অর্থ সম্পাদক হয়েছেন সিফাত আরেফিন রিহাব।
এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন— অনুষ্ঠান সম্পাদক তানজিল জাহিন জামি, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাসুম শিকদার অভি, প্রশিক্ষণ সম্পাদক লামিসা জামান, প্রেস ও মিডিয়া সম্পাদক মাহফুজা ইসলাম মোনামি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক খালিদ হাসান শ্রাবণ।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল নাহার জুথি, আকাশ, নাবিলা বিন হারুন, তরিকুল ইসলাম নাজিম, মোঃ রাকিবুল ইসলাম ও রওনক জাহান রেশমা।
অনুষ্ঠানের উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন হিস্ট্রি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. পিংকি সাহা, অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী, প্রভাষক মোহাম্মদ বিপ্লব হোসাইন এবং প্রভাষক শারমিন সুলতানা। সমাপনী বক্তব্যে তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেন।
এর মাধ্যমে হিস্ট্রি ডিবেটিং ক্লাব, জেইউ-এর দায়িত্ব হস্তান্তর পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য