![]()
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে আটকিয়ে বিশেষ বৃত্তিতে অন্তর্ভূক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আস-সুন্নাহর মেধাবী প্রকেল্পর শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ কর্মসূচি শুরু করেন তারা। এসময় আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি থেকে বাদ দেয়ার তীব্র নিন্দা জানান। একইসাথে তাদের অন্তর্ভুক্ত করার দাবি করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা- এক দুই তিন চার বৃত্তি আমার অধিকার; বৈষম্যের গদিতে আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়; আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি আমি কে জবিয়ান জবিয়ান ইত্যাদি স্লোগান দেন।
বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক বলেন, আমরা আস-সুন্নাহতে ফ্রিতে থাকিনা আমাদের কিছু নিদিষ্ট অর্থ দিতে হয়। আমাদের সিটটা অনিশ্চিত যেকোন সময় বের করে দিতে পারে। আমাদের বিশেষ বৃত্তি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণ যৌক্তিক তাই আমাদের এই আন্দোলন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, আমরা প্রশাসনকে সাফ জানিয়ে দিতে চাই আমাদের তিন দফা দাবি না মানলে আমরা এখান থেকে যাবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা এখানেই অবস্থান করবো।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:-
আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা; রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।
এর আগে বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তগুলোর সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা একইসাথে সংবাদ সম্মেলনে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন তারা।
এরপরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানায় সংগঠনটি।



মন্তব্য