![]()
জ্যেষ্ঠ প্রতিনিধি, মো জাকির হোসেন
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬/২৭) নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক মহল। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে স্থানীয় তৃপ্তি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের জমকালো মতবিনিময় সভায় ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এবং টঙ্গী সরকারি কলেজের প্রভাষক এহ্সানুল কবির সোহেল এই ঘোষণা দেন। তাঁর সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদরের প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন এবং মোঃ হারুন অর রশীদ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৬ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে, যেখানে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে (২ জন): মোঃ আব্দুল হামিদ খান (আনারস) ও মোঃ রফিকুল ইসলাম (চেয়ার)।
সাধারণ সম্পাদক পদে (৪ জন): মোঃ সোহেল মিয়া (সিংহ), মোঃ আনিসুল ইসলাম (হাতী), মোঃ আশরাফুল ইসলাম (কাঠাঁল) ও মোঃ জাহিদ হাসান জিহাদ (ছাতা)। সহ-সাধারণ সম্পাদক পদে (২ জন): মোঃ জাকির হোসেন জিয়া (কমলা) ও শরীফ ওমর টুটুল (আম)।
সাংগঠনিক সম্পাদক পদে (২ জন): মোঃ জাহাঙ্গীর আলম (টেবিল) ও মাজনুন মাসুদ (বই)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (২ জন): ফাহিম ফরহাদ (কম্পিউটার) ও মোঃ আব্দুল খালেক (টেলিফোন)।
বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা অন্যদিকে, সহ-সভাপতি (মোঃ আশরাফুল আলম মন্ডল, প্রতীক: ডাব), অর্থ সম্পাদক (মোঃ নজরুল ইসলাম, প্রতীক: মাটির ব্যাংক) এবং দপ্তর সম্পাদক (মোঃ জিয়াউর রহমান, প্রতীক: তাল) পদে একজন করে প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে ৩টি আসনের জন্য ৩ জন প্রার্থী (মোঃ এমারত হোসেন বকুল, মোঃ জুমন খান, সুমা আক্তার লুবনা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ গাছা থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন আহবায়ক কমিটির আহবায়ক মোসাদ্দেকুর রহমান হাজী মুসা ও সদস্য-সচিব টিটু কান্তিকর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আরিফ মৃধা এবং সাবেক সভাপতি আমির আলী, থানা যুগান্তর প্রতিনিধি এ আর নাসির ও
আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।



মন্তব্য