![]()
আব্বাস উদ্দিন :উপজেলা প্রতিনিধি,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিশ্বর ইউনিয়নের বিটঘর ও কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় শহিদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা ও দোয়া’র আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা , উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ্য ।
পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমিতে ৮০ জন নিরীহ অনূর্ধ্ব ৪০ বছর বয়সের পুরুষ লােককে একত্রে করে হত্যা করে। পরে লাশগুলাে গেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিটঘর ছােটখালে ফেলে দেয়। ওই দিন এক সাথে ৬০ জন নারী বিধবা হন। এতো বছর এটি ছিল গল্পাকারে মানুষের মুখে মুখে আলােচনার বিষয়। অবশেষে বিষয়টি সরকারি স্বীকৃতি পেয়েছে।
এদিকে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বধ্যভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে শহীদ হওয়া অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের স্মৃতি বহন করে; এটি সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত।
এখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও নামফলক রয়েছে, যা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে। এখানে চুন্টা ইউনিয়নের ২২ ও স্থানীয় সহ ৪৪ জন মানুষকে হত্যা করা হয়েছিল ও এটি সরাইলের একটি গুরুত্বপূর্ণ বধ্যভূমি।



মন্তব্য