বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
 

জকসু ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ সীমিত করার দাবি ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে তারা চূড়ান্ত ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ সীমিত করার দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “গত ১২-১১-২৫ তারিখ, বুধবার জকসু নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু এই তালিকায় হিজাব-নিকাব পরিধানকারী নারী শিক্ষার্থীদের ছবিও প্রকাশ করা হয়েছে, যা সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।”

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এই উদ্বেগের সাথে একাত্মতা পোষণ করে এবং সকল নারী ভোটারের চূড়ান্ত তালিকা থেকে ছবি প্রকাশ সীমিত করার জোর দাবি জানিয়েছে।

এর আগে বুধবার (১২ নভেম্বর)  জকসু নির্বাচন কমিশন ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon