![]()
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজটির শহীদ সাংবাদিক মেহেদী হাসান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস. কে. হাসান আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও ডায়েরি উপহার দিয়ে বরণ করা নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নাসির উদ্দিন নাসির তাঁর বক্তব্যে বলেন,” ছাত্ররাজনীতি হলো আদর্শ ও ন্যায়ের সংগ্রাম। সৎ সাহস ও নৈতিকতা নিয়ে এগিয়ে যেতে হবে দেশ ও জাতির কল্যাণে।”
তিনি আরও বলেন,“একজন নাগরিকের দেশপ্রেম হলো নিজের অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করা। শিক্ষার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের দেশপ্রেম হলো পড়াশোনা। তোমরা যদি পড়াশোনা করে নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে দেশের জন্য কিছু করা। আমাদের কলেজটা ছোট, কিন্তু আমাদের স্বপ্ন হতে হবে আমাদের চেয়ে বড়। আমাদের ঢাকার সব কলেজের চেয়ে রেজাল্ট ভালো করতে হবে,এই হচ্ছে আমাদের প্রত্যয়।”
এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দীন নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, “শিক্ষার্থী ভাইবোনেরা, আপনারা দেশের ভবিষ্যৎ। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে চাই। আমাদের সবার আগে পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে পারি, তবে দেশের ও সমাজের জন্য কাজ করতে পারব এবং রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারব।”
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ,সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু এবং সাবেক সহ-সভাপতি ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষ বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী শিমুল খান। তার বক্তব্যে প্রকাশিত হয় ছাত্রদলের প্রতি ভালোবাসা ও প্রত্যাশা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসে।



মন্তব্য