![]()
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
তরুণ লেখকদের সংগঠন তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ অক্টোবর ফোরামের জবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হন মুশফিকুর রহমান ইমন ও সোহানুর রহমান। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আল শাহরিয়ার খান; যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রিমি; সাংগঠনিক সম্পাদক হেনা শিকদার; সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত হোসেন; অর্থ সম্পাদক গোলাম মাওলা হাবিব; দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান; উপ দপ্তর সম্পাদক নাদিরা হক অর্পা; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিশকাতুল ইসলাম মুৃমু; সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হোসেন; প্রচার সম্পাদক মোসাব্বের হোসেন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইতু মনি; সম্পাদকীয় পরিষদ সদস্য হ্যাপী খাতুন, মোহাম্মদ রিফাত হোসেন; কার্যনির্বাহী সদস্যইশতিয়াক হোসেন রাতুল, মোহন খোন্দকার। জবি তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, আমরা চেষ্টা করবো সবাইকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে, সত্য ও ইতিবাচক পরিবর্তনের পথে কলম চালাতে।সভাপতি মুশফিকুর রহমান ইমন বলেন, সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ঐক্য, সততা ও লেখার শক্তিতেই আমরা এগিয়ে যাবো। প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি



মন্তব্য