মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
 

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২  আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
ঘোষিত প্রার্থী হলেন ঝালকাঠি -২ (সদর-নলছিটি) সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
মির্জা ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছে। ঝালকাঠি-২ সহ সারা দেশে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, বাকি আসনগুলোর প্রার্থীদের নাম আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon