![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাশের সাথে উপজেলা দপ্তর প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাথী দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার খান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোছাঃ ছালমা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু বকরসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাশ বলেন,“উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করব।”
সভা শেষে ইউএনও সাথী দাশ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সকল দপ্তর প্রধানের সহযোগিতা কামনা করেন এবং একযোগে কাজ করার আহ্বান জানান।



মন্তব্য