![]()
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি প্রস্তুতিকালে সর্দারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাদিরপুন্ডিতের এলাকায় মেঘনা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চরজগবন্ধু এলাকার আবুল কালাম প্রকাশ আবু’র ছেলে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন(৩০), চরলরেন্স এলাকার মৃত আবদুল আজিজের ছেলে আবুল কাশেম(৪২) ও হাজিরহাট ইউনিয়নের আবুল বাশারের ছেলে তানভীর প্রকাশ মান্না(৩০)। এদের মধ্যে ডাকাত সর্দার দেলোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় ১৫টি মামলা রয়েছে। ওই সময় তাদের কাছ থেকে আটটি স্মার্টফোন, একটি কাটার, দুইটি টচ লাইট, দুইটি হাতুড়ি, একটি করাত ও ৩টি নরমাল মোবাইলসেট উদ্ধার করা হয়। পরে রোববার রাতে ডাকাতি প্রস্তুতির ঘটনায় পুলিশ বাদি হয়ে আরকটি মামলা করলে ওই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ডাকাত সর্দার দেলোয়ারের নেতৃত্বে কাদিরপুন্ডিতের মেঘনা নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দিয়ে ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মো জাকির হোসেন ও মেহরাজ হোসেন পালিয়ে যায়। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।



মন্তব্য