সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 

জাবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু: জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫

------

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় নির্মাণাধীন স্টাফ কোয়ার্টার ভবন থেকে পড়ে রাকিব নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।
রবিবার (২রা নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

বিক্ষোভ থেকে তিন দফা দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ, দ্রুততম সময়ে রাকিবের মৃত্যুর তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে, রাকিবের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান ও তার পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের চলমান সব নির্মাণপ্রকল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট সরবরাহ করতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন,  মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ চলছে বলেই একের পর এক শ্রমিক মৃত্যুর মুখে পড়ছে। মাস্টারপ্ল্যান হলে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেফটি-সিকিউরিটি এনসিউর করার মধ্য দিয়ে ভবন নির্মাণ কাজ চলমান থাকতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজে শ্রমিকদের হেলমেট, সেফটি নিশ্চিত করেনি,তাদের গাফিলতির কারণে আজকে রাকিব মারা গেলো। এই দায় একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও। অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি প্রদান করা এবং শ্রমিক রাকিবের পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করার দাবি জানাচ্ছি।
এছাড়াও সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ বলেন, রাকিবের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি “কাঠামোগত হত্যাকাণ্ড।” তারা অভিযোগ করেন, মাস্টারপ্ল্যানবিহীন ও অব্যবস্থাপনায় ভরা এসব নির্মাণপ্রকল্প একের পর এক শ্রমিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেতৃবৃন্দ আরও জানান, তিন মাস আগে লেকচার থিয়েটার ভবনের নির্মাণকাজে অংশ নেওয়া আরিফ নামের আরেক শ্রমিক একইভাবে পড়ে মারা গিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তার পরিবারের উপযুক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করেনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন দশতালা বিশিষ্ট চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন স্টাফ কোয়াটার ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon