![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের দাম বৃদ্ধি, সমবায়ভিত্তিক পরিচালনা কমিটি গঠনসহ ছয় দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন স্থানীয় সমবায়ী খামারিরা।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে তারা খামার থেকে দুধ সংগ্রহ করলেও মিল্কভিটায় সরবরাহ বন্ধ রাখেন। খামারিরা জানান, সাম্প্রতিক সময়ে গো-খাদ্যের মূল্য কয়েক দফা বৃদ্ধি পেলেও মিল্কভিটা কর্তৃপক্ষ সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি। বর্তমানে প্রতি লিটার দুধের দাম ৪৮ থেকে ৫১ টাকার মধ্যে নির্ধারণ করায় খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় বাধ্য হয়ে তারা দুধ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, দুধের ন্যায্যমূল্য প্রতি লিটার ৬০ টাকা নির্ধারণ করতে হবে।
খামারিরা আরও বলেন, দুধের ন্যায্য মূল্য না পেলে তারা আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন।



মন্তব্য