![]()
সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণী কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই সপ্তাহব্যাপী ‘বেসিকস অব মাইক্রোসফট অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে এই কর্মশালার সমাপনী আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কর্মশালাটি শুরু হয় গত মাসের ১৯ অক্টোবর থেকে। এতে বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০জন কর্মচারী অংশগ্রহণ করেন। কোর্স সম্পূর্ণ করা প্রশিক্ষণার্থীদের একটি ব্যাগ ও সনদ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুভূতি প্রকাশের সময় কর্মচারীবৃন্দ বলেন, ‘আমরা কম্পিউটার চালাতে পারতাম না, এখন আমরা সুন্দর করে চালাতে পারি। এই কোর্স আমাদের আগে দেওয়া হলে ভালো হতো। আমাদের অনেকেরই চাকরি এখন শেষের দিকে।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘যেকোনো কাজের গতিশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়। নতুন উদ্যমে কাজ করার প্রয়াস কাজ করে। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের এমনভাবে তৈরি করুন যেন বিশ্ববিদ্যালয়ের জন্যে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করবেন।’



মন্তব্য