
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণ বাড়িয়ার-২সরাইল আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর নির্বাচনী এলাকায় অরুইল ইউনিয়নের জয় দরকান্দি গ্রামে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সমাবেশে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করেন এবং গ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, জনসাধারণের দাবি-দাওয়া ও উন্নয়ন-অভিলাষকে সামনে রেখে এলাকার অগ্রগতি ও কল্যাণে কাজ করা হবে। গ্রামবাসীকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ, সহযোগিতা ও সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
জয়দরকান্দি—উন্নয়নের পথে, সবাই মিলেই এগিয়ে যাবো তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।









মন্তব্য