শনিবার, ১ নভেম্বর ২০২৫
 

কাউখালীতে বিএনপির ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষণা করা   ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শুক্রবার   (৩১ অক্টোবর) দিন ব্যাপী উপজেলার দক্ষিণ ও উত্তর বাজার হাটের সময়  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য  ৩১ দফার  দাবি বাস্তবায়ন করার জন্য  এই লিফলেট বিতরণ করা হয়।ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী  বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ  করা হইল।হাটের দিনে তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে ৩১ দফা দাবি সম্মিলিত  লিফটের তুলে দেন। ব্যবসায়ী ছাড়া বাজারে আসা সাধারণ জনগণের হাতেও এই লিফলেট তুলে দেওয়া হয় । এ সময় তার সাথে  উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন,ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার সহ  কাউখালী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল মঞ্জুর সুমন বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এ সময় উপস্থিত সকলের কাছে  বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম পৌঁছে দিয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষ মার্কায় ভোট দাবি করেন।

বাজারে উপস্থিত শত শত মানুষ সানন্দে সালামের উত্তর দিয়ে লিফলেট গুলো গ্রহণ করেন। এ সময় কালাম সিকদার, ইসুব আলী, বেলাল হোসেন নামের কয়েক ব্যক্তি জানান ভোটের রাজনীতি  প্রতিষ্ঠা হবে বলে আজকে মনে হয়। কারণ এমপি পদে  নির্বাচন প্রত্যাশী সোহেল মঞ্জু সাহেব আমাদের সাথে হাত মিলিয়ে হাসিমুখে কথা বলে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন, আমরা এতেই খুশি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon