বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
 

গ্রিন রেসপন্স ফেলোশিপে নির্বাচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫

---

বেরোবি প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) পরিচালিত ‘গ্রিন রেসপন্স ফেলোশিপ প্রোগ্রাম ২০২৫’–এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী ইশরাত জাহান মীম ও ফাইরুজ তাজনিম নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনই BDRCS-এর কার্বন ফুটপ্রিন্ট পরিমাপ বিষয়ক গবেষণায় অংশ নেবেন।

এই ফেলোশিপটি BDRCS-এর ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত ‘কমিউনিটি ড্রাইভেন গ্রিন রেসপন্স ইন ইমারজেন্সিস’ প্রকল্পের আওতায় দেওয়া হয়। প্রকল্পটি সুইডিশ রেড ক্রস (SweRC)-এর সহায়তায় পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য হলো পরিবেশবান্ধব ও টেকসই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা।

 

ফেলোশিপপ্রাপ্ত ইশরাত জাহান মীম বলেন, “আমি এই নির্বাচনের জন্য আলহামদুলিল্লাহ বলছি। এটা আমার জন্য শুধু সম্মান নয়, দায়িত্বও বটে। আমি চাই, BDRCS-এর কার্যক্রমে পরিবেশবান্ধব উপায়গুলো চিহ্নিত করতে সাহায্য করতে।” অন্যদিকে, ফাইরুজ তাজনিম বলেন, “এই ফেলোশিপের মাধ্যমে আমি বাস্তব জীবনের জরুরি সহায়তা কার্যক্রমে পরিবেশের ভূমিকা ও প্রভাব নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। এটি আমার একাডেমিক ও বাস্তব জীবনের বড় অর্জন।”

 

ইশরাত জাহান মীমের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মো. এমদাদুল হক, এবং ফাইরুজ তাজনিমের তত্ত্বাবধায়ক থাকবেন ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। তাঁদের গবেষণাকর্ম BDRCS-এর কার্বন নিঃসরণ পরিমাপ ও পরিবেশবান্ধব কৌশল উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ইশরাত জাহান মীমের তত্ত্বাবধায়ক ড. মো. এমদাদুল হক বলেন, “মীম সবসময় গবেষণায় মনোযোগী এবং দায়িত্বশীল। এই অর্জন তার যোগ্যতার প্রমাণ। আমি আশা করি, সে এই ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াবে।”

ফাইরুজ তাজনিমের তত্ত্বাবধায়ক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, আমি আনন্দিত যে জিম এই প্রতিযোগিতামূলক ফেলোশিপটি পেয়েছে। আশা করি, সে সফলভাবে ফেলোশিপ সম্পন্ন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।”

 

ফেলোশিপ প্রাপ্তির পর দুজন শিক্ষার্থীই বলেন, তাঁরা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগের অংশ হতে চান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon