
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
:মো:মুন্না শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের সুমাইয়া শিলা খাতুন (১০), পিতা কামরুল শেখ, দাদা আনোয়ার শেখের চায়ের দোকানের পাশে অবস্থিত অটো গ্যারেজের পিছনের বাথরুমে নিয়ে একই গ্রামের মৃত মতিয়ার শেখের ছেলে আরমান শেখ তাকে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় শিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই শিলার পিতা কামরুল শেখ কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নং–১১, তারিখ: ২৪-১০-২০২৫, ধারা–৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। অভিযোগের পরপরই কচুয়া থানা পুলিশ অভিযুক্ত আরমান শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।









মন্তব্য